সম্প্রীতি মোল্লা, সিঙ্গুর, আপনজন: শনিবার হুগলির সিঙ্গুরে ‘রাজ্য আইনী পরিষেবা কতৃপক্ষে’র দফতরে কর্মরত কর্মীদের নিয়ে সাংগঠনিক সভা হল । উক্ত সংগঠনের আভ্যন্তরীণ পদাধিকারী নির্বাচন, জেলা ওয়ারী কো- অর্ডিনেশন কমিটি গঠন, সংগঠনের আগামী রুপরুখা, কোন কর্মচারীর সঙ্গে কোন অবিচার হলে তার প্রতিকারের পথ সহ বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। রাজ্যের সমস্ত জেলার জেলা ও মহকুমা আইনী পরিষেবা কর্তৃপক্ষের দফতরে কর্মরত সমস্ত কর্মচারীরা অংশগ্রহণ করে থাকেন। এই সংগঠনের রাজ্য সম্পাদক প্রসেনজিৎ ভট্টাচার্য বলেন, আমরা সাধারন মানুষকে বিনামূল্যে আইনি পরিষেবা দেবার কাজটি করে থাকি। ফ্রী লিগ্যাল এইড, ভিকটিম কমপেনসেশন সহ নানান মানবাধিকার রক্ষার্থে লিগ্যাল সার্ভিসেস অথরিটি কাজ করে। সাধারন মানুষের পরিষেবা দিতে আমরা যথাসাধ্য চেষ্টা করি। এদিন রাজ্যের সব জেলার কর্মচারীদের নিয়ে এই সাংগঠনিক সভা হয়। জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সঙ্গে রাজ্য ও কলকাতা হাইকোর্ট আইনী পরিষেবা কর্তৃপক্ষের কর্মচারীরাও অংশ নেন এই সভায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct