আপনজন ডেস্ক: চিনের প্রাক্তন প্রেসিডেন্ট হু জিনতাওকে অপ্রত্যাশীতভাবে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান থেকে সরিয়ে নেয়া হয়েছে। শনিবার ওই অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশে বসা জিনতাওকে দু’জন লোক এসে পাহারা দিয়ে সরিয়ে নিয়ে যায়, গণমাধ্যমে আসা একটি ভিডিওতে এমনটি দেখা গেছে। ভিডিও‘টিতে দেখা যায়, অনিচ্ছা সত্ত্বেও চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে সম্মেলনস্থলের মঞ্চ থেকে দু’জন ব্যক্তি এসে সরিয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু বারবার তিনি তাতে অস্বীকৃতি জানানোয় এক পর্যায়ে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। যাওয়ার আগে শিকে কিছু বলতে দেখা যায় হু জিনতাওকে। তাতে মাথা নাড়েন শি। মঞ্চ ছাড়ার আগে প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের কাঁধে হাত রাখেন হু জিনতাও। লি কেকিয়াং শি’র ডান পাশে বসা ছিলেন। ২০০২ থেকে ২০১২ পর্যন্ত চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন হু জিনতাও। ২০০৩ থেকে ২০১৩ পর্যন্ত হু জিনতাও দেশটির প্রেসিডেন্ট ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct