আপনজন ডেস্ক: ভারত-পাকিস্তান লড়াই মানেই পরতে পরতে উত্তেজনা। কখন কী হয় বলা মুশকিল। আজ মেলবোর্নের রোমাঞ্চকর দ্বৈরথে নজর থাকবে কয়েকজনের ওপর। ব্যক্তিগত নৈপুণ্যে যারা ব্যবধান গড়ে দিতে পারেন ম্যাচে।
সূর্যকুমার যাদব
এ বছর টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচেই ৮০১ রান করে ফেলেছেন সূর্যকুমার। ছয়টি হাফসেঞ্চুরির সঙ্গে সেঞ্চুরি ইনিংস একটি। স্ট্রাইকরেট ১৮৪.৫৬! বাকিদের সঙ্গে সূর্যের পার্থক্য এখানেই। গত বিশ্বকাপেও ভারত দলে ছিলেন সূর্যকুমার। কিন্তু দুবাইয়ে আলাদাভাবে নজর কাড়তে পারেনি তার ব্যাট। পরিস্থিতি ভিন্ন এবার। ফর্ম নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছেন সূর্যকুমার। ২১ রান করলেই এ বছরের সর্বাধিক টি-টোয়েন্টি রানের মালিক হয়ে যেতে পারেন তিনি।
হার্দিক পান্ডিয়া
রবীন্দ্র জাদেজা না থাকায় বিশ্বকাপে ভারতের একমাত্র নির্ভরশীল অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। অস্ট্রেলিয়ান কন্ডিশনে পরীক্ষিত পারফর্মার তিনি। টি-টোয়েন্টিতে ৫৪ ইনিংস ব্যাট করে ১৪৮.৪৯ স্ট্রাইকরেটে পান্ডিয়ার সংগ্রহ ৯৮৯ রান। ম্যাচ ফিনিশার হিসেবে তার যথেষ্ট সুনাম আছে। অস্ট্রেলিয়ার মাটিতে ৩ ইনিংসে ৫০ বল মোকাবিলা করে ৭৮ রান করেছেন পান্ডিয়া। পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট। ২০২২ সালে ১৯ ম্যাচে পান্ডিয়ার শিকার ১২ উইকেট।
মোহাম্মদ রিজওয়ান
এ মুহূর্তে ব্যাট হাতে পাকিস্তানের সেরা তারকা মোহাম্মদ রিজওয়ান। যেকোনো কন্ডিশন ও পিচে রান করতে দক্ষ তিনি। ২০২১ সালে টি-টোয়েন্টিতে রেকর্ড ১৩২৬ রান করেন রিজওয়ান। চলতি বছরও এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান রিজওয়ানের। ১৮ ম্যাচে ৫৪.৭৩ গড়ে ৮২১ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
মোহাম্মদ নওয়াজ
কার্যকর বাঁহাতি স্পিনের সঙ্গে বিধ্বংসী ইনিংস উপহার দেওয়ার ক্ষমতা আছে নওয়াজের। এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের অন্যতম নায়ক তিনি। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও ব্যাটে-বলে অবদান রেখেছেন এই অলরাউন্ডার। চলতি বছর ১৬ ইনিংসে প্রায় ১৩৮ স্ট্রাইকরেটে রান করেছেন নওয়াজ। আর ১৮ ইনিংসে ২৪.৭৩ গড়ে নিয়েছেন ১৯ উইকেট। ইকোনমি রেট ৭.৭৪। ভারতের বিপক্ষে আজকের ম্যাচেও নওয়াজ হতে পারেন ট্রাম কার্ড।
আর্শদীপ সিং
এশিয়া কাপের সুপার ফোরে গুরুত্বপূর্ণ সময়ে আসিফ আলীর ক্যাচ মিস করে বসেন আর্শদীপ সিং। এ নিয়ে কম ট্রলের শিকার হননি বাঁহাতি পেসার। আজ সমর্থকদের সুনজরে আসার সুযোগ পাচ্ছেন আর্শদীপ। এ বছরের জুনে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক আর্শদীপের। সাউদাম্পটনে নিজের প্রথম ম্যাচেই ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দুই ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার খেলতে যাওয়া আর্শদীপকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন ভারত।
শাহীন শাহ আফ্রিদি
শাহীনকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। টি-টোয়েন্টিতে এরই মধ্যে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন বাঁহাতি এই তারকা। তবে ইনজুরি থেকে ফেরায় আজকের ম্যাচে শাহীনের ওপর বিশেষ নজর থাকবে। এশিয়া কাপ, ইংল্যান্ড সিরিজ এবং নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ মিস করার পর বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই পেসার। গত আসরে ভারতের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছিলেন শাহীন শাহ আফ্রিদি। দুবাইয়ে পাকিস্তানের ঐতিহাসিক জয়ের ম্যাচে ৩১ রান দিয়ে শাহীন তুলে নেন লোকেশ রাহুল, রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct