সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর, আপনজন: মেদিনীপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে গুড়গুড়িপাল থানার লোহাটিকরি গ্রামে কালীপূজা উপলক্ষে ১৬০ জন শিশুদের জামা ও মায়েদের বস্ত্র বিতরণ করা হয়। এদিনের বস্ত্র বিতরণ কর্মসূচিতে সহযোগিতায় হাত বাড়িয়ে দেন প্রাক্তন ও বর্তমান ছাত্র সমিতি স্কুল অফ সোশ্যাল ওয়ার্কার এন্ড কমিউনিটি সার্ভিস ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, ডিরেক্টর ডঃ শান্তনু পান্ডা, সম্পাদিকা পারমিতা সাউ, রত্না দে, সোমা ধর, প্রতিমা রানা, জিয়া, পিন্টু সাউ, প্রভাত কামিল্যা প্রমুখ।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা তপতী সাহা , গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট শিলিগুড়ি হোমের সুপার শিবানী মাইতি, পশ্চিম মেদিনীপুর লোধা উন্নয়ন বোর্ডের সদস্য উদয় কোটাল , গুড়গুড়িপাল থানার ডি আই বি সৌমেন ডেঙ্গুয়া প্রমুখ। এমন উদ্যোগের প্রশংসা করেছেন গ্রামের মানুষ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct