আপনজন ডেস্ক: ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন উগ্র ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি। শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়। বেনিতো মুসোলিনের পর প্রথম পোস্ট-ফ্যাসিস্ট ‘ব্রাদার্স অফ ইতালি পার্টি’ ২৫ সেপ্টেম্বরের আইনসভা নির্বাচনে জয়ী হয়েছিল। কিন্তু সরকার গঠনের জন্য দলের বাইরের জোটের সমর্থনের প্রয়োজন ছিল। ব্রাদার্স অফ ইতালি পার্টি ইউরোসেপ্টিক (ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতা বৃদ্ধিবিরোধী) ও অ্যান্টি-ইমিগ্রেশন বা অভিবাসনবিরোধী। মেলোনির নিয়োগ ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতি ও ব্রাদার্স অফ ইতালি পার্টির জন্য ঐতিহাসিক ঘটনা। এ দল আগে কখনো দেশ পরিচালনায় ছিল না। প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পরপর রোম থেকে ৪৫ বছর বয়সী মেলোনি তার মন্ত্রীদের নাম ঘোষণা করেন। যারা শনিবার প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সামনে শপথ নেন। গত মাসে ২৬ শতাংশ ভোট জিতেছে মেলোনির ব্রাদার্স অফ ইতালি পার্টি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct