আপনজন ডেস্ক: সৌদি আরবের মদিনায় ইসলামের ইতিহাস ও মহানবী (সা.)-এর জীবনীসংশ্লিষ্ট শতাধিক স্থাপনা উন্নয়নে কাজ শুরু করেছে সৌদি সরকার। এসব স্থাপনা পুনরুদ্ধার ও উন্নয়নে তিন বছরমেয়াদি প্রকল্পের অংশ হিসেবে এ ঘোষণা দেওয়া হয়। যার কাজ ২০২৫ সাল পর্যন্ত চলবে। বুধবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এসব প্রকল্পের কাজ উদ্বোধন করেন মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান। আরব নিউজের খবরে জানা যায়, মদিনা অঞ্চলের এসব প্রকল্পের মধ্যে আছে খন্দকের যুদ্ধক্ষেত্র, আল-ফাকির কূপ, আল-কিবলাতাইন মসজিদ পুনরুদ্ধার কার্যক্রম। ইতিমধ্যে উসমান বিন আফফান (রা.)-এর কূপ এবং সাইয়েদ আল-শুহাদা স্কয়ার সংস্কারের বিষয়ে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। তা ছাড়া মদিনার এক শর বেশি ইসলামের ইতিহাসের বিখ্যাত স্থাপনা পুনরুদ্ধারের জন্য গবেষণা চলছে। বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করে মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ ডেভেলপমেন্ট অথরিটি ও সৌদি হেরিটেজ অথরিটি। এ অঞ্চলের আটটি ঐতিহাসিক ইসলামী স্থাপনা আগের গৌরব ফিরে পেয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থাপনাগুলো হলো আল-গামামা মসজিদ, আবু বকর আল-সিদ্দিক মসজিদ, ওমর ইবনে আল-খাত্তাব মসজিদ, আল-সাকিয়া মসজিদ, বনু আনিফ মসজিদ, আল-রায়াহ মসজিদ ও আরওয়া বিন আল-জুবায়ের দুর্গ। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী এবং ইসলামী ঐতিহাসিক স্থাপনা কমিটির প্রধান তাওফিক আল-রাবিয়াহ বলেন, ইসলামী ঐতিহ্য সংরক্ষণ করতে সৌদি নেতৃত্বের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে। এসব স্থাপনা পরিদর্শনে এসে উপভোগ করবেন হজ-ওমরাহ পালনকারী ও দর্শনার্থীরা। এসব প্রকল্পের মাধ্যমে সারা বিশ্বের পর্যটকদের কাছে ঐতিহাসিক স্থাপনাগুলোর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে। এর মাধ্যমে প্রকৃত সৌদি সংস্কৃতি ও ইসলামী স্থাপনা সম্পর্কে জ্ঞানার্জন করতে পারবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct