সুব্রত রায়, কলকাতা, আপনজন: মোমিনপুর কাণ্ডের জোর কদমে তদন্তে নেমে পরল এনআইএ টিম।এন আই এ এর একটি বড় টিম শনিবার দুপুরে যায় ঘটনাস্থলে। টিমে রয়েছেন, এস পি, ডি এস পি সহ অন্যান্য অফিসাররা। মোমিনপুরে যেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেইসব এলাকার ভেতরে নমুনা সংগ্রহ থেকে শুরু করে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তাদের বয়ান রেকর্ড করার কাজ করেএন আই এ। এসপি ডক্টর সিং ঘটনাস্থল পরিদর্শন করার পর নিজে বেরিয়ে গেলেও এন আই এ এর অন্যান্য অফিসাররা ঘুরে দেখেন পুরো ঘটনাস্থল । বিভিন্ন নমুনা সংগ্রহ করেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বয়ান রেকর্ড করেন।
মোমিনপুর কাণ্ডের তদন্তে লালবাজারে এন আই এ অফিসাররা প্রায় পৌনে একটা নাগাদ পৌঁছান। মূলত, হাইকোর্টের নির্দেশে গঠন করা হয় সিট। সেই সিটের মাধ্যমে এতদিন কি কি তদন্ত চলেছে সবকিছু খতিয়ে দেখেন তারা। সূত্রের খবর, এই সিটে নেতৃত্ব দিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল । পুলিশ কমিশনারের সঙ্গে এনআইএ আধিকারিকরা বেশ কিছুক্ষণ বৈঠক করেন। লালবাজার থেকে বেরিয়ে এন আই এ মূল ঘটনাস্থলে পরিদর্শন করেন পরবর্তী ক্ষেত্রে। দীর্ঘক্ষণ ধরে মোমিনপুর সংলগ্ন এলাকার অলিগলি, আগুন লাগানোর স্পট সর্বত্র ঘুরে বেড়ান তারা ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct