সুব্রত রায়, কলকাতা, আপনজন: এই নিয়ে তৃতীয়বার বৌবাজারে মেট্রো সুড়ঙ্গে বিপর্যয়। তার জেরে হাওড়া ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো সুড়ঙ্গের কাজ প্রায় সাত মাসের জন্য বন্ধ রাখা হল। প্রসঙ্গত বৌবাজারে দ্বিতীয়বার মেট্রো সুড়ঙ্গে বিপর্যয়ের পর ঠিক হয়েছিল, চলতি বছরে মার্চ কিংবা এপ্রিলের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল পরিষেবা চালু করা হবে। তবে তৃতীয়বার বিপর্যয়ের পর ওই পরিষেবা কবে চালু হবে, তা কার্যত অনিশ্চিত। বিপর্যয়ের পরিস্থিতি স্বাভাবিক হলে, হাওড়া ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা সেপ্টেম্বর কিংবা অক্টোবরের শেষে চালু হতে পারে।কেএমআরসিএল অফিসে সংশ্লিষ্ট প্রকল্পগুলির জন্য অর্থ অনুমোদনকারী আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন প্রকল্পের কর্তারা। ওই বৈঠকে ঠিক করা হয় হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো সুড়ঙ্গের কাজ প্রায় সাত মাসের জন্য বন্ধ রাখা হবে। মেট্রো রেল সূত্রের খবর, বৌবাজারে মেট্রো সুড়ঙ্গে বিপর্যয়ের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে আরও জানা গিয়েছে, বৌবাজারে দ্বিতীয়বার মেট্রো বিপর্যয়ের পর খুব সাবধানে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হয়েছিল। কিন্তু তাতেও বৌবাজারে বিপর্যয় এড়ানো গেল না। তাই আবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু করতে গেলে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা পুরনিগমের সঙ্গে বসে আলোচনা করে কাজ শুরু করা হবে। ফলে ধীরে সুস্থে সবদিক খতিয়ে দেখে হাওড়া ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো সুড়ঙ্গের কাজ শুরু করা হবে। আরও জানা গিয়েছে, বিপর্যয়ের পরিস্থিতি স্বাভাবিক হলে, হাওড়া ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা সেপ্টেম্বর কিংবা অক্টোবরের শেষে চালু হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct