আপনজন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তের একেবারে শেষ প্রান্তে ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসা। আল্লামা রুহুল আমিন (রহঃ) এর নিজ হাতে ১৯৩০ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা। দুইদিন ব্যাপী “সারাবাংলা হেফজুল কোরআন প্রতিযোগিতা ২০২২” অনুষ্ঠিত হযল ওই মাদ্রাসায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাফেজে কুরআন উপস্থিত প্রায় ৫০ জন ছাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সঞ্চালনা করেন, সিরাতের রাজ্য সম্পাদক রাহানা সিনিয়র মাদ্রাসার শিক্ষক আবু সিদ্দিক খান ও ফুলবাড়ি আমিনিয়া হাই মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ মোস্তাকিম মন্ডল। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, মুম্বাই আক্কেলকুয়া মাদ্রাসার বিশিষ্ট ক্বারী আফজাল হোসেন এবং গুজরাতের বিশিষ্ট ক্বারি জনাব সানাউল্লাহ। এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী, বিশেষ অতিথি বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজে কুরআন নাজমুস সাকিব, বিশিষ্ট কারী আবু জার গিফারি, পশ্চিমবঙ্গের বিশিষ্ট ক্বারী মুজিবুর রহমান ক্বারি ওমর ফারুক, আসামের ক্বারি আব্দুল্লাহ হোসাইনী প্রমূখ। ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসার ডাইরেক্টর শিক্ষক মাওলানা মাসুদুর রহমান বলেন, প্রতি বছর আমরা সারাবাংলা হেফজুল কোরআন প্রতিযোগিতা করে থাকি, নতুন প্রজন্ম হাফেজে কুরআন ছাত্রদের উৎসাহ, উদ্বিপনা বাড়ানো এবং মেধাবীদের সাফল্যের স্বীকৃতি প্রদান করার লক্ষে এই কাজটি অব্যহত রেখেছি। মাদ্রাসার সম্পাদক বিশিষ্ট সমাজসেবী শরিফুল ইসলাম বলেন, আমরা আমাদের যুবক ভাইদের নিয়ে সকালের সহযোগিতাকে পাথেয় করে ২০১৮ সাল থেকে কুরআনের খেদমত করে চলেছি। এবারও আমরা প্রথম স্থান অধিকারী তাদের ৩০ হাজার টাকা,দ্বিতীয় স্থান অধিকারীকে কুড়ি হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারী ১০ হাজার টাকা, চতুর্থ ৫ হাজার, পঞ্চম ৩০০০ টাকাসহ মেডেল, মেমেন্ট দেওয়া হয়।এছাড়া বাকি পাঁচ জনের এক হাজার করে টাকা, মেমেন্টো ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা রুহুল আমিন রহঃ এর পৌত্র পীরজাদা শরফুল আমিন সাহেব, রহমতে আলম মিশন এর সম্পাদক আনিসুর রহমান (বিদেশ), সমাজসেবী হাফেজ আজিজুদ্দিন, আরাফের সম্পাদক পীরজাদা খোবায়েব আমিন, মাদ্রাসার হেড মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা মোখলেছুর রহমান, বসিরহাট আমিনিয়া মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট জনাব শহিদুল ইসলাম, রাহানা সিনিয়র মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক নুরুল হক, জামিয়া রহমানিয়ার হাফেজ ক্বারি হাদিউজ্জামান, ক্বারি জাবেদ আলি প্রমুখ। পীরজাদা শরফুল আমিন সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct