বাবলু প্রামানিক, বারুইপুর, আপনজন: আদালতের নির্দেশ মতো দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর চম্পাহাটির বাজি মার্কেট পরিবেশবান্ধব আতসবাজি নিয়ে পসরা সাজিয়ে বসেছে। রাজ্যে দূষিত আতসবাজিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই বিষয়ে বেশ কড়া হাতেই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে কালী পুজোর আগে মিলল সুখবর। পরিবেশবান্ধব গ্রিন বাজি বিক্রি করতেই পারেন বিক্রেতারা। সে ক্ষেত্রে কোন রকম আইনি বাধার মুখে পড়তে হবে না। তাদের তাই গ্রিন বাজে বিক্রি করার জন্য এবং মজুত করার জন্য রাজ্যের তরফ থেকে লাইসেন্স দেওয়া হবে বলেই জানাল দমকল দফতর। গ্রিন বাজির ক্ষেত্রেও বেশ কয়েকটি বিষয়কে মাথায় রাখা হবে। প্রথমত যে সকল গ্রীন বাজিগুলি পেট্রোলিয়াম অ্যান্ড এক্সক্লুসিভ সেফটি অর্গানাইজেশনের ছাড়পত্র পাবে সেগুলি বিক্রির জন্যই লাইসেন্স দেবের রাজ্য। গ্রিন বাজির বাক্সের গায়ে কিউআর কোড থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct