রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: কলকাতার করুণাময়ীতে টেট উত্তীর্ণ চাকরী প্রার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মুর্শিদাবাদ জুড়ে বাম ছাত্র যুব সংগঠনের বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধ। কলকাতায় মধ্যরাত্রে আন্দোলনরত চাকরি প্রার্থীদের ওপর পুলিশের নির্যাতন এবং শুক্রবার সকালে মীনাক্ষী মুখার্জী ও ধ্রুবজ্যতীসাহাকে গ্রফ্তারের প্রতিবাদে বাম ছাত্র যুবর ডাকে মুর্শিদাবাদের কান্দি, সালার, বড়ঞা, বহরমপুরসহ একাধিক যায়গায় প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়। শুক্রবার বহরমপুর পার্টি অফিস থেকে বামপন্থী ছাত্র যুবর একটি মিছিল বের হয়ে বহরমপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন এবং গির্জার মোড়ের সামনে এসে মমতা ব্যানার্জির কুশ পুত্তলিকা দাহন করা হয়। কুশ পুত্তলিকা দহনের পরে মিছিলটি আবার মোহনা বাসস্ট্যান্ডের সামনে রাস্তা ঘিরে বসে পরে প্রতিবাদ দেখান। মুহুর্মুহু স্লোগান উঠে “পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো ... অবিলম্বে যোগ্য শিক্ষক পার্থীদের চাকরি দিতে হবে। “
অন্যদিকে কান্দি বাসস্ট্যান্ডে পথ অবরোধ বাম ছাত্র সংগঠন। কান্দি বাসস্ট্যান্ডে কান্দি সাথিয়া ১১ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের উপর পুলিশী লাঠিচার্জের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। কান্দি থানার পুলিশ বাম ছাত্র সংগঠনের অবরোধ তুলতে গেলে কান্দি থানার পুলিশের সঙ্গে বাম ছাত্র সংগঠনের কর্মী ও নেতৃত্বের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরে কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষচন্দ্র ঘোষের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বাম ছাত্র সংগঠনের নেতৃত্ব। একটা প্রতিবাদের চিত্র ছিল সালারে। সেখানেও নেতৃত্বেদের গ্রেপ্তার করে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct