উম্মার সেখ, কর্ণসুবর্ণ, আপনজন: অল ইন্ডিয়া নেতাজী সংগ্রামী মঞ্চের উদ্যেগে আজাদ হিন্দ সরকারের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষ্যে নেতাজী চেতনা যাত্রা মুর্শিদাবাদের শক্তিপুর, কর্ণসুবর্ণ থেকে শুরু হয়। এরপর মুর্শিদাবাদ জেলার খোসবাগে সিরাজদৌল্লার সমাধিক্ষেত্রে একটা প্রোগাম হয়ে বহরমপুর হয়ে পলাশী শান্তুিপুর হয়ে কলকাতার উদ্দেশ্যা যাত্রা শুরু করে। এই যাত্রায় উপস্থিত ছিলেন তাপস ঘোষ হাজরা, নূপুর দাস, তুষার কান্তি দুবে, ডাক্তার গৌতম পাল প্রমুখ্য। উল্লেখ্য ১৯৪২ সালের ২১ অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ বা ভারতের জাতীয় সেনা কে প্রতিষ্ঠিত করেছিলেন। জাপান, জার্মানি, ইতালি, ক্রোয়েশিয়া, ইন্দোনেশিয়া, সহ বেশ কিছু দেশ আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছিল। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ চলাকলীন ভারতের পূর্ণ স্বাধীনতার লক্ষ্যমাত্রা নিয়ে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশবিরোধী আন্দোলন-সংগ্রামের গৌরবময় ইতিহাসে অম্লান হয়ে আছে ‘আজাদ হিন্দ ফৌজ’র ত্যাগদীপ্ত নাম। দেশনায়ক নেতাজি সুভাষ বসু অসীম সাহসে গড়ে তুলে ছিলেন এই যোদ্ধা বাহিনী, যারা ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct