রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: এবার ডেঙ্গুর কবলে ফরাক্কার এক স্কুল ছাত্রী। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো সপ্তম শ্রেণীর এক ছাত্রীর। মৃত ওই ছাত্রীর নাম মাসুমা খাতুন (১৪)। তার বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা থানার অর্জুনপুর পঞ্চায়েতের ভবানীপুর এলাকার মোমিনপাড়ায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। ইতিমধ্যেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ফরাক্কায় ক্রমশ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মুহূর্তে হঠাৎ এভাবে ছাত্রী মৃত্যর ঘটনায় ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, গত ১৬ অক্টোবরে জ্বর, পেটে ব্যথা, বমি ও মাথা ব্যথা উপসর্গ নিয়ে ভর্তি হয় ওই ছাত্রী। ওই পরিবারে বেশ কয়েকজন সদস্য ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। যদিও সকলেই স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা নেওয়ার পর বাড়িতেই ছিলেন তারা। বৃহস্পতিবার রাত থেকে ওই ছাত্রীর প্রচন্ড পেটে ব্যথা ও বমি শুরু হয়। ঠিক তারপরেই হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। পরিবার মাসুমার পাশাপাশি তার বাবা ও ভাই দুইজন ডেঙ্গু আক্রান্ত হয়ে বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকার প্রায় বাড়িতে ডেঙ্গু আক্রান্ত। এদিন ব্লক প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct