আপনজন ডেস্ক: চিনের প্রেসিডেন্ট শি জিনপিং যদি তাইওয়ানে আক্রমণ করেন তবে তিনি জিততে পারবেন না এমন মন্তব্য করেছেন তাইওয়ানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। তারা বলেছেন, এমনটি করলে চিনা প্রেসিডেন্ট জিনপিং তার দেশের জনগণের কাছে ‘পাপী’ হিসাবে পরিচিত হবেন। এছাড়া গোটা বিশ্ব থেকে বেইজিং কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। এছাড়া চিন ব্যাপকভাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখেও পড়বে। ফলে অর্থনৈতিকভাবে ভঙ্গুর হয়ে পড়বে তারা।রবিবার চিনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির দুই দশকের কংগ্রেসের উদ্বোধন করে, শি জিনপিং বলেন, তাইওয়ান সমস্যা সমাধান করা চিনা জনগণের ওপর নির্ভর করে এবং চিন কখনোই শক্তি প্রয়োগের অধিকার ত্যাগ করবে না। তবে শান্তিপূর্ণ সমাধানের জন্য চেষ্টা করবে। পার্লামেন্টের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, তাইওয়ানের জাতীয় নিরাপত্তা ব্যুরোর প্রধান চেন মিং-টং বলেন, শি যদি তাইওয়ানে হামলার হুমকি দিয়ে চলেন তাহলে তিনি বিপর্যয়ের মুখোমুখি হবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct