আপনজন ডেস্ক: আর একদিন পরই বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ২৩ অক্টোবর মেলবোর্নে শুরু হবে ম্যাচটি। দুই দলেই চলছে শেষ মুহূর্তের রণ প্রস্তুতি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানি পেস তারকা শাহিন আফ্রিদির বলেই এলবিডাব্লিউ হয়ে ‘গোল্ডেন ডাক’ মেরেছিলেন রোহিত শর্মা। শুক্রবার সেই শাহিনকে সামলাতেই হয়তো বিশেষ অনুশীলন করতে দেখা গেল ভারত অধিনায়ককে। ভারতের ক্রিকেটাঙ্গনে রোহিতের একটা দুর্নাম আছে- তিনি নাকি অলস ক্রিকেটার। অনুশীলনে যথেষ্ট পরিশ্রম করেন না। তবে আজ মেলবোর্নের অনুশীলন দেখলে সেই ধারণা বদলে যেতে বাধ্য। শাহিনের সুইং এবং গতির বিরুদ্ধে বিশেষ প্রস্তুতি নিতে দেখা গেল রোহিতকে। খুব বেশি আড়াআড়ি ব্যাটে শট খেলার চেষ্টা করেননি। বরং ‘ভি’ এরিয়া দিয়ে শট খেলেছেন। রোহিতের সঙ্গে ব্যাটিং অনুশীলন করেছেন দীনেশ কার্তিকও। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দুর্দান্ত ফর্মে থাকা কার্তিককে আজ ল্যাপ স্কুপ, রিভার্স ল্যাপ স্কুপ এবং পুল শট খেলতে দেখা যায়। অনুশীলনের ফাঁকে রোহিতকে একবার ডেকে নেন কোচ রাহুল দ্রাবিড়। তারপর দেখা যায় থ্রো-ডাউন বিশেষজ্ঞ নুয়ান সেনাবীরত্নে নেটে একের পর এক বল প্রচণ্ড গতিতে ছুড়ে যাচ্ছেন। আর রোহিত সেগুলো প্রতিহত করছেন। রোহিতের এই প্রস্তুতিটা যে শাহিন আফ্রিদর জন্য, সেটা না বলে দিলেও চলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct