সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: ২০১৪তে প্রাথমিকে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা গত বুধবার থেকে সল্টলেকের করুণাময়ীতে অনশন, আন্দোলনে নেমেছিলেন নিয়োগের দাবিতে। অনশনের ৮৪ ঘন্টা অতিবাহিত হতেই রাজ্য পুলিশ একপ্রকার জোরপূর্বক অনশনকারীদের তুলতে গেলে ধস্তাধস্তি শুরু হয়,পরে নিউটাউন থানায় নিয়ে যায় বলে অভিযোগ।পুলিশের সাথে ধস্তাধস্তির জেরে ইতিমধ্যে কয়েকজন অনশনকারীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে হয়েছে বলে আন্দোলনকারীদের বক্তব্য।সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার বীরভূম জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।এসইউসিআই কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন এআইডিএস ও এবং যুব সংগঠন এআইডিওয়াইও র পক্ষ থেকে মুরারই থানার সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।যুব সংগঠনের রাজ্য সভাপতি অঞ্জন মুখার্জী তার বক্তব্যে বলেন, টেট উত্তীর্ণকারীদের আন্দোলনে প্রথম থেকেই পাশে আছি এবং আগামীদিনেও তাদের পাশে থাকার বার্তা দিচ্ছি এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে। গতকাল আন্দোলনকারীদের উপর পুলিশের আক্রমনকে ধিক্কার জানাই। সাথে সাথে আরো দাবি করছি, ২০১৪ ও ২০১৭ র টেট উত্তীর্ণদের পুণরায় পরীক্ষা দিতে বাধ্য করা চলবে না। ২০১৪ র উত্তীর্ণ প্রার্থীদের ঐ সময় ঘোষিত শূন্যপদের ভিত্তিতে কাউন্সেলিংয়ের মাধ্যমে আগে নিয়োগ করতে হবে ।
২০১৭ র উত্তীর্ণদের ২০১৭ সালে ঘোষিত শূন্যপদের ভিত্তিতে একই প্রক্রিয়ায় নিয়োগ করতে হবে। এই দুই নিয়োগ প্রক্রিয়া যতদিন সম্পূর্ণ না হচ্ছে ততদিন ঐ প্যানেলের মেয়াদ শেষ করা চলবে না।এছাড়াও দাবি হচ্ছে, এই নতুন নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার সার্বিক প্রচেষ্টা গ্রহণ করতে হবে।আজকেরএই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব সংগঠনের পক্ষে সেমিম আক্তার, হেমন্ত রবিদাস এবং ছাত্র সংগঠনের পক্ষে কাঞ্চন রবিদাস সহ অন্যান্য নেতৃত্ব। অন্যদিকে খয়রাসোল ব্লক সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াএফআই ও ছাত্র সংগঠন -এসএফআই-এর পক্ষ থেকে শুক্রবার খয়রাসোল বাজার, বাসষ্ট্যান্ড, থানা মোড় সহ এলাকায় বিক্ষোভ মিছিল পরিক্রমা শেষে স্থানীয় বাসষ্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক ডিওয়াইএফআই-এর সম্পাদক দীনবন্ধু সাহা ও সভাপতি দয়াময় বাগদী সহ অন্যান্য নেতৃত্ব। অনুরূপ রাজনগর ব্লক এলাকায় এসএফআই, ডিওয়াএফআই-র রাজনগর লোকাল কমিটির তরফে রাজনগরে বিক্ষোভ প্রদর্শন করা হল । উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-র রাজনগর লোকাল কমিটির সম্পাদক ধনঞ্জয় লোহার , সভাপতি লখিরাম হেমরম, শুকদেব বাগদী প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct