সুব্রত রায়, কলকাতা, আপনজন: সিত্রাং মোকাবিলায় তৎপর প্রশাসন। কী ভাবে হবে ঘূর্নিঝড়ের মোকাবিলা, তা নিয়ে কলকাতা পুরনিগমে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মেয়র ফিরহাদ হাকিম। এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার সমস্ত বিভাগের আধিকারিক ও কর্তারা। গতকাল কালীপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছিলেন, দুর্যোগ ঠেকাতে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়ার। তারপরেই আজ বৈঠক করেন ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, গঙ্গার ঘাটেও প্রস্তুত থাকবে গাড়ি। জানা গিয়েছে, বিভিন্ন ডিজিকে বন্টন করা হয়েছে বিশেষ বিশেষ দায়িত্ব।এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমস্ত বিপজ্জনক বাড়ি ফাঁকা করতে হবে। ওই বাড়ির বাসিন্দাদের সরিয়ে কমিউনিটি হলে রাখতে হবে। ফিরহাদ এদিন বলেন, কমিউনিটি হলেও যেন পর্যাপ্ত পরিষেবা থাকে। সেই সঙ্গে প্রয়োজন পড়লে সকলের জন্য খাবারের ব্যবস্থা করারও নির্দেশ দেন তিনি। তাঁর নির্দেশ, এই ব্যাপারে সক্রিয় ভাবে এগিয়ে আসতে হবে স্থানীয় জনপ্রতিনিধিদের। ফিরহাদ হাকিম এদিন সিইএসসিকে নির্দেশ দেন, যেই সমস্ত এলাকায় বিদ্যুৎ চুরির পবণতা দেখা যায়, সেই সমস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। না হলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। মেয়র এদিন বলেন, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা যাতে না ঘটে সেই কারণে তৎপর থাকবে প্রশাসন। জল জমতে দেওয়া হবে না। খুলে রাখা হবে সমস্ত পাম্পিং স্টেশন। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই নির্দেশ পৌঁছে গিয়েছে সমস্ত বরো অফিসে। জানা গিয়েছে, খুলে রাখা হবে সমস্ত কমিউনিটি হল। সতর্ক থাকবেন এলাকার ওসিরা। শুধু তাই নয়, বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। উল্লেখ্য, ইতিমধ্যেই বাতিল করা হয়েছে পুরনিগমের সমস্ত কর্তা এবং কর্মীদের ছুটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct