সুব্রত রায়, কলকাতা, আপনজন: টেট পাশ উচ্চ প্রাথমিকের ১৫৮৫ জন চাকরিপ্রার্থীর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হল শুক্রবার থেকে। দীর্ঘ ৮ বছরের প্রতীক্ষার পর অবশেষে ইন্টারভিউয়ে ডাক পেলেন টেট পাশ উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে শুক্রবার থেকে আচার্য সদনে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হল।স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, ২১শে অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত চলবে ইন্টারভিউ প্রক্রিয়া। এসএসসি সদর দফতরেই এই ইন্টারভিউ নেওয়া শুরু হয়েছে। যে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে, তাঁদের নামের তালিকা, অ্যাকাডেমিক স্কোর-সহ বিস্তারিত তথ্য ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। মোট ১১ টি বিষয় ইন্টারভিউ নেওয়া হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। বায়ো সায়েন্স, ভূগোল, ইতিহাস, পিওর সায়েন্স, হিন্দি, উর্দু, আরবি, নেপালি, বাংলা, সংস্কৃত এবং ইংরেজি বিষয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে।
সূত্রের খবর, ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করবে স্কুল সার্ভিস কমিশন। তারপর তা কলকাতা হাইকোর্টের কাছে পেশ করবে এসএসসি। আদালত অনুমতি দিলে সেই তালিকা প্রকাওশ করবে স্কুল সার্ভিস কমিশন। প্রসঙ্গত দুর্নীতির অভিযোগে ২০১৯-এর মেধা তালিকা বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে ১৫৮৫ জন চাকরপ্রার্থীর ইন্টারভিউয়ের ব্যবস্থা করে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতার হয়েছেন শিক্ষা দফতরের একাধিক কর্তা। দুর্নীতির অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে। তাঁকেও গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার মাঝে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ায় কিছুটা আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীদের একাংশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct