আপনজন ডেস্ক: প্যারিসের গ্র্যান্ড মসজিদ নির্মাণের শতবর্ষ উদযাপনে অংশ নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। বুধবার (১৯ অক্টোবর) শতবর্ষ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে তাঁকে অভ্যর্থনা জানান মসজিদের রেক্টর চেমস-এডিন হাফিজ। এ সময় ম্যাখোঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। মসজিদ পরিদর্শনকালে এর স্থাপত্যের ভূয়সী প্রশংসা করেন ম্যাখোঁ। তিনি মুসলিমদের আচার-অনুষ্ঠান পালনে ফরাসি সরকারের সব ধরনের সহায়তা থাকবে বলে জানান। প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের পক্ষে অংশ নিয়ে মারা যাওয়া ৭০ হাজার মুসলিম সৈন্যের স্মরণে মসজিদটি নির্মাণ করা হয়। শতবর্ষ উদযাপনে মসজিদ প্রাঙ্গণে নিহত সৈন্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন ম্যাঁখো। ফ্রান্সের প্রথম ও সর্ববৃহৎ হলো প্যারিসের গ্র্যান্ড মসজিদ। ১৯২২ সালের ১৯ অক্টোবর এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। মসজিদটি নির্মাণে সময় লেগেছিল চার বছর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct