আপনজন ডেস্ক: ইথিওপিয়ার ইসলামী স্কলার শায়খ মুফতি আদম তুলা ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১১০ বছর। এর মধ্যে ৮০ বছর তিনি পবিত্র কুরআন ও হাদিস শিক্ষাদান করেছেন। বুধবার দেশটির জায়ারা জেলার সুকুল নামক এলাকায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন হাজার হাজার মুসল্লি।নাইজেরিয়াভিত্তিক সংবাদমাধ্যম নাইজা নিউজ সূত্রে জানা যায়, শায়খ আদম তুলা ইথিওপিয়ার প্রসিদ্ধ ইসলামী ব্যক্তিত্ব। দীর্ঘ ৮ দশক ধরে তিনি কুরআন, হাদিস ও আরবি ভাষা শিক্ষাদানে নিয়োজিত ছিলেন। বিশেষত দেশটির ওরোমো সম্প্রদায়ের মধ্যে তিনি ইসলামী শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা পালন করেন। এদিকে প্রবীণ এই ইসলামী ব্যক্তিত্বের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিশ্বের বরেণ্য ইসলামী ব্যক্তিত্বরা। যুক্তরাষ্ট্রের ইসলামী স্কলার শায়খ ড. মুহাম্মদ সালাহ এক ফেসবুক পোস্টে এ আলেমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ওরোমো লিগ্যাসি লিডারশিপ অ্যান্ড অ্যাডভোকেসি অ্যাসোসিয়েশন তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct