আব্দুস সামাদ মন্ডল, হুগলি, আপনজন: হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম ফুরফুরা শরীফ পীরদের জন্য বিখ্যাত। বিশেষ করে পীর আবু বকর সিদ্দিকী রহ. দিনি দাদা হুজুর নামে পরিচিত তাঁর বড় ছেলে অর্থাৎ হযরত পীর বড় হুজুরের ওফাত দিবসকে লক্ষ্য রেখে এক ঐতিহ্যবাহী ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হল ফুরফুরা শরীফে। উক্ত ঈসালে সওয়াব তথা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ফুরফুরা শরীফের বড় দরবারের ইয়াদগারে ময়দানে। সকালে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল থেকে চলে বিভিন্ন অনুষ্ঠান কেরাত গজল ক্যুইজ এবং তাৎক্ষণিক বক্তব্য হয়। সন্ধ্যা থেকে শুরু হয় হালকায়ে জিকরের মজলিস জেকেরের মাজলিশ। পরিচালনা করেন হাজারো মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম পীর আল্লামা আবু ইব্রাহিম মোঃ ওবায়দুল্লাহ সিদ্দিকীর উত্তরসূরী পীরজাদা মাওলানা মোহাম্মদ সাওবান সিদ্দিকী। অনুষ্ঠানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ জলসায়ে মাহফিল। এদিনেরমাহফিলে ওয়াজ নসিহত করেন পীর আল্লামা মতিউল্লাহ সিদ্দিকী, পীরজাদা মুজাহিদ সিদ্দিকী, মাওলানা আবু সালেহ , মুহাম্মদ রেজওয়ানুল করিম, আলি ইউসুফ মুহাম্মদ সাম্বিল, মেশবাহুল করিম সহ আরো অনেক ওলামায়ে কেরামগণ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীর সাহেব ও পীরজাদাগন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মোঃ তানজিল ফাতেহি এবং শেষ দুআ করেন পীর আল্লামা আব্দুল্লাহ সিদ্দিকী সাহেব। ঈসালে সওয়াল উপলক্ষে বহু মানুষের সমাগম হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct