নিজস্ব প্রতিনিধি, নিউ টাউন, আপনজন: কলকাতার উপ কণ্ঠ রাজারহাটে গ্রামীণ ও শহর কেন্দ্রিক দুই অঞ্চল মিলিয়ে প্রায় প্রতিটি কালীপুজোর পেছনে জড়িত রয়েছেন স্থানীয় রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, আর রাজারহাটের বর্ষীয়ান ব্লক সভাপতি প্রবীর কর। রাজাহাটের কালীপুজোর সুনামে কোন অংশে পিছিয়ে নেই নিউ টাউন শহর লাগোয়া পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্যতম ‘বালিগড়ি-চকপাঁচুড়িয়া মিলিত সংঘ’-র কালীপুজো। প্রতিবছরের মত এবারেও ইউনিটেক বিল্ডিংয়ের পিছনে তাদের ১৯তম বছরের পুজো দর্শক মনের নজরকাড়তে তৈরি হচ্ছে আকর্ষণীয় ‘অক্ষরধাম’ মন্দিরের আদলে মন্ডপ। চারপাশের পরিবেশ সেজে উঠছে ঝাঁ-চকচকে আলোক সজ্জায়। প্রতিমা শিল্পী মোহন বাঁশি রুদ্রপাল। উদ্যোক্তারা বলছেন, সবমিলিয়ে মন্ডপ, প্রতিমা ও পরিবেশে এবারে দর্শকদের মন ছুঁয়ে যাবে। ‘বালিগড়ি-চকপাঁচুড়িয়া মিলিত সংঘ’-র পুজোর প্রধান উদ্যোক্তা পাথরঘাটার পঞ্চায়েত তৃণমূল সদস্য কমল মন্ডল। তিনি জানান, ‘শুধু পুজোর আয়োজন করেই নয়। উৎসবে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে শ্যামা মায়ের আরাধনার পাসপাশি গুচ্ছ সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। সেই অংশে পিছিয়ে পড়া ১ হাজার মানুষকে বস্ত্র প্রদান করা হবে। পুজোর মঞ্চে ঘটবে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনও। আগামী ২২ অক্টোবর এই পুজো মণ্ডপের উদ্বোধনের জন্য জোরকদমে চলছে প্রস্তুতি। উদ্বোধনের দিনে স্থানীয় একঝাঁক নেতৃত্ব ছাড়াও দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন।পুজো শেষে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct