আপনজন ডেস্ক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে তিন বছর মেয়াদ শেষ করেছেন সৌরভ গাঙ্গুলি। যদিও ভারতীয় মিডিয়ার একাংশের দাবি, সৌরভকে সরিয়ে রজার বিনিকে নতুন সভাপতি করা হয়েছে। এবার আইসিসি চেয়ারম্যান হওয়ার পথও বন্ধ হয়ে গেল ভারতের প্রাক্তন এই অধিনায়কের জন্য। নতুন খবর হলো, আইসিসি চেয়ারম্যান পদের জন্য ভারত থেকে কোনও নাম পাঠাচ্ছে না বিসিসিআই! বিভিন্ন গণমাধ্যমে এ প্রসঙ্গ নিয়ে বলা হয়, বিসিসিআইয়ের পদ হারিয়ে আইসিসির জন্য একটা মরিয়া চেষ্টা করেছিলেন সৌরভ।
গত মঙ্গলবার বিসিসিআইয়ের নতুন সভাপতি রজার বিনির হাতে দায়িত্বভার অর্পণ করার পর সৌরভ নাকি দিল্লি গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করেন। কিন্তু বিজেপির পক্ষ থেকে তাকে নাকি কোনো সহায়তা করা হয়নি। এদিকে বৃহস্পতিবার বিকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, সৌরভের নাম আইসিসিতে পাঠানো হচ্ছে না! আইসিসির চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার এদিনই শেষ দিন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় বোর্ডের পক্ষ থেকে কারও নাম পাঠানো হয়নি। জানা যাচ্ছে, বর্তমান সভাপতি নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলেকেই সমর্থন করবে বিসিসিআই। উল্লেখ্য, বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় আইসিসি চেয়ারম্যান পদে কারও নাম প্রস্তাব নিয়ে আলোচনাই হয়নি। বোর্ডের কোনো সদস্যই এ ব্যাপারে আগ্রহ দেখাননি। তখনই বোঝা গিয়েছিল, সৌরভের আইসিসি চেয়ারম্যান হওয়া হচ্ছে না!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct