আপনজন ডেস্ক: প্রায় ১০ মাসের চেষ্টায় নিজ হাতে কুরআনের অনুলিপি লিখেছেন আফগানিস্তানের মালিকা আইউবি নামের ১৭ বছর বয়সী এক তরুণী। কাবুলের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি। আফগানিস্তানের টোলো নিউজ সূত্রে এ তথ্য জানা যায়। কুরআন লেখার অনুভূতি জানিয়ে মালিকা বলেছে, ‘আমার জন্য পবিত্র কুরআনের অনুলিপি তৈরি করা খুবই গর্বের বিষয়।স্কুলের ১২তম গ্রেডে পড়ার সময় থেকে আমি লেখার কাজ শুরু করি। অতঃপর দীর্ঘ ১০ মাসে পুরো কুরআন লেখা শেষ হয়। ’ মেয়েকে নিজের উচ্ছ্বাসের কথা জানান মালিকার বাবা সালাহুদ্দিন আইউবি। পবিত্র কুরআনের অনুলিপির প্রতি তার মধ্যে বিশেষ আগ্রহ রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘কুরআন লেখার কাজ খুবই পরিশ্রমের। নিজ চেষ্টায় তা শেষ করতে পারায় আমাদের মেয়েকে নিয়ে আমরা সত্যিই গর্বিত।’ মালিকার বাবা বলেন, ‘শিক্ষা, জ্ঞানার্জন ও শেখার সুযোগ প্রায় নেই। জীবনযুদ্ধে অনেক বাধা-বিপত্তির মুখোমুখি হতে হচ্ছে। এমনকি লেখার জন্য একটি কাগজ জোগাড় করতেও অনেক কাঠখড় পোড়াতে হয়। ’ এর আগে কিছু তরুণ পবিত্র কুরআন হাতে লিখেছিল। তাদের অনেকের শিল্পকর্ম জাতীয় জাদুঘরে রাখা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct