নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আগাম সর্তকতায় মৎস্যজীবীদের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করল রাজ্য মৎস্য দপ্তর। বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) এই সতর্কতা জারি করে। জেলার সমস্ত মৎস্যজীবী সংগঠন, নৌকা ও ট্রলারের মালিকদের একটি নির্দেশিকা পাঠিয়েছে । ওই নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ২২ অক্টোবর সকালের মধ্যে নদী ও সমুদ্রে মাছ ধরতে যাওয়া সমস্ত মৎস্যজীবীদের নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে হবে। আগামী ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের নদী ও সমুদ্রে মাছ ধরতে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সহ মৎস অধিকর্তা পিয়াল সর্দার এদিন জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে নদী ও সমুদ্র উত্তাল হতে পারে। সে কারণেই যে কোনও ধরণের দুর্ঘটনা এড়াতে আগাম এই নির্দেশিকা জারি করা হয়েছে। শুক্রবার থেকে জেলার বিভিন্ন উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সতর্ক করতে মাইকে প্রচার শুরু হবে বলেও জানান তিনি। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে রবিবারের মধ্যে সমস্ত মৎস্যজীবীরা যারা মাছ সমুদ্রে মাছ ধরতে গেছেন তারা যেন ফিরে আসেন। আগামী সোমবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি থাকছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct