নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: ইস্ট ওয়েস্ট মেট্রো রেল সম্প্রসারণের কাজ চলাকালীন কে এম আর সি এল এর গা ছাড়া ঢিলেঢালা মনোভাবের জন্যেই বউবাজার সংলগ্ন এলাকায় বাড়ি ভেঙে যাওয়া ও বাড়িতে ফাটলের মত ঘটনা বারবার ঘটছে। অভিযোগ এলাকার কাউন্সিলর বিশ্বরূপ দের। ইতিমধ্যেই ৭০ টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী দিনে যদি কে এম আর সি এল এবং মেট্রোরেল কর্তৃপক্ষ যথেষ্ট গুরুত্ব সহকারে সম্প্রসারণের কাজ না চালান,তবে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যাটা শতাধিক হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করলেন বিশ্বরূপ দে।
সমস্যা সমাধানের লক্ষ্যে যদি রেলের পক্ষ থেকে নতুন বাড়ি করে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়,সেখানে যে সমস্ত বাড়ির মালিকের ঘরে সংখ্যা ১০-১২ বা ১৪, এর সাথে ঠাকুর দালান বাঁধানো উঠোনে এর মত বড় চৌহদ্দি যুক্ত বাড়ি হয়-সেখানে ফ্ল্যাট দেওয়ার মাধ্যমে কি করে তার পুনর্বাসন হবে এটা নিয়েই ধোঁয়াশা ব্যক্ত করলেন এলাকার কাউন্সিলর বিশ্বরূপ দে। তিনি জানান বউবাজার এলাকায় যখন কোন বিপর্যয় হয় এবং যতদিন সংবাদমাধ্যম সেখানে নজরদারি চালায়, সেই সময়টা মেট্রোরেল কর্তৃপক্ষ কড়া নজর রাখে । কিন্তু পরে আবার পুরোটাই ঢিলেঢালা ভাব হয়ে যায়। মাটির তলায় যে কাজ চলছে তা অত্যন্ত প্রযুক্তির মধ্যে দিয়ে হচ্ছে। কিন্তু একের পর এক বাড়ি যেভাবে ফাটল ধরছে এবং যদি সব বাড়ি ভেঙে ফেলতে হয় ,তাহলে এর চেয়ে বড় বিপর্যয় আর হবে না, দাবি স্থানীয় কাউন্সিলরের। শুক্রবার ছিল পুরসভার অধিবেশন পর্ব । সেই পর্বেও বউবাজারে মেট্রোর কাজের দরুন একাধিক বাড়িতে ফাটল প্রসঙ্গে সবার দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct