সুব্রত রায়, কলকাতা, আপনজন: ধেয়ে আসছে সামুদ্রিক ঘূর্ণিঝড় সিত্রাং। শুক্রবার কালীপুজোর উদ্বোধন এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ইতিমধ্যে দিল্লির মৌসম ভবন থেকে ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা এসেছে। সুন্দরবন ও মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা থেকে লোকজনদের সরিয়ে নিচ্ছি। দুর্গাপূজার সময় ঝড় আসবে বলেছিল কিন্তু আসেনি কিন্তু এবার অনেক জায়গা থেকে তথ্য আসছে ,আমরা সতর্ক থাকছি। সাগরের বুকে তার জন্মের লগ্ন উপস্থিত প্রায়। আগামী সোমবার কালিপুজোর দিনই সে বঙ্গোপসাগরের বুকে জন্ম নেবে। তারপর বাঁক নিয়ে সে এগিয়ে আসবে বাংলার উপকূলের দিকে। তার জেরে দক্ষিণবঙ্গের ৭টি জেলা প্রবল ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও জলোচ্ছ্বাসের মুখে পড়তে চলেছে। সেই বিপর্যয় থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে এখন থেকেই কোমর বাঁধছে রাজ্য সরকার। আগামিকাল অর্থাৎ শুক্রবার এই ঝড়ের মোকাবিলা করতে নবান্নে বেলা সাড়ে ১২টায় বসতে চলেছে একটি বিশেষ বৈঠক। তাতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার পুলিশ সুপার, প্রশাসনিক আধিকারিকেরা এবং জেলা শাসকেরা।নবান্ন সূত্রে জানা গিয়েছে সিত্রাংয়ের তাণ্ডবের কথা মাথায় রেখে সব কটি জেলাতেই সরকারি কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে ইতিমধ্যেই। সেই সঙ্গে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলি এই ৭টি জেলায় মোট ১২টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হচ্ছে আগামিকাল থেকেই। এর মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ ও সন্দেশখালিতে থাকবে ২টি টিম। দক্ষিণ ২৪ পরগনায় থাকছে ৩টি টিম। সেগুলি মোতায়েন করা হচ্ছে কাকদ্বীপ, কুলতলি ও গোসাবায়। পূর্ব মেদিনীপুরের রামনগর-১, রামনগর-২ ও হলদিয়া এই ৩ জায়গায় থাকবে ৩টি বাহিনী। বাকি ৪টিম মোতায়েন করা হবে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায়।আপাতত প্রাথমিক যে আভাষ মিলেছে তাতে দেখা যাচ্ছে, রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় শনিবার থেকেই আকাশ মেঘলা হতে শুরু করে দেবে। সঙ্গে হালকা বৃষ্টিও হবে। বইবে দমকা হাওয়াও। রবিবার থেকে কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতেই বৃষ্টি শুরু হয়ে যাবে। সোমবার উপকূলবর্তী দুই জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। ওই দিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর সময় যতই গড়াবে ততই বৃষ্টি ও ঝড়ের বেগ বাড়বে। মঙ্গল ও বুধবার কার্যত অতি ভারী বৃষ্টির মুখে পড়বে দক্ষিণবঙ্গের সব জেলাই। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। সোমবার থেকেই পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকছে। সোমবার কালিপুজোর দিনে অমাবস্যার কোটাল থাকায় সেদিন সুন্দরবনের নদীগুলিতেও জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct