নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: আন্দামান সাগরের ওপর তথা উত্তর আন্দামান সাগর এবার সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে । যার জেরে আগামী কালীপুজো দিন ও তার পরের দিন উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনকি ওই তিন জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানিয়েছেন। এই নিম্নচাপটি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২২ অক্টোবর নাগাদ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ পরিণত হবে । এরপর ইস সেন্ট্রাল, সাউথ ইস্ট হয়ে অনুভূতি পরবর্তী ক্ষেত্রে আর একটু অগ্রসর হয়ে ২৩ তারিখ নাগাদ এটা পরিণত হবে নিম্নচাপে। এর পর নিম্নচাপটি গতিপথ বদলে শুরুতে যেটা ছিল উত্তর-পশ্চিম দিকে সেটা তারপরে উত্তর দিকে চব্বিশ অক্টোবর নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে । ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর থেকে ধীরে ধীরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ২৫ অক্টোবর বাংলাদেশ কোস্ট- র কাছে আসবে। এরপরের পরবর্তী মুভমেন্ট নেক্সট আপডেট দেওয়া হবে বলে শুক্রবার জানান সঞ্জীব বাবু। এর ফলে ২৪ এবং ২৫ অক্টোবর এই দুদিন মূলত কোস্টাল ডিস্ট্রিক্ট অর্থাৎ দুই চব্বিশ পরগনার পাশপাশি পূর্ব মেদিনীপুর সহ এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে এবং বাকি জেলা গুলোতে হালকা বৃষ্টি হবে। ২৪ এবং ২৫ অক্টোবর এই দুদিন আইসোলেটেড ভারী বৃষ্টি শুধুমাত্র দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় হবে। ওয়ার্নিং এই মুহূর্তে যেটা আছে, শুধু মৎস্যজীবীদের জন্য । সমস্ত মৎস্যজীবীদের ২৩ অক্টোবর সকাল থেকেই মাছ ধরতে যাওয়া নিষেধ। যারা অলরেডি মাঝ সমুদ্রে চলে গেছেন, তারা বাইশ অক্টোবর রাতে ফিরে আসতে বলা হয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে সঞ্জীববাবু জানান । পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে। ফলে আপাতত কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ২৩ অক্টোবর থেকে একটু মেঘলা শুরু হবে সন্ধ্যার পর থেকে বা রাত্রের দিকে, পূর্বাভাস আবহাওয়া বিশেষজ্ঞদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct