সুব্রত রায়, কলকাতা, আপনজন: পরিবেশবান্ধব বাজি বিক্রি ও মজুত করার অনুমতি দিল রাজ্য। ইতিমধযে রাজ্যের দমকল দফতরের তরফে পরিবেশবান্ধব বাজি বিক্রিতে লাইসেন্স দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। দীপাবলির আগে পরিবেশ দূষণ রুখতে সবুজ বাজি বিক্রিতে অনুমতি দেওয়ায় খুশি বাজি ব্যবসায়ীরা।সূত্র মারফত জানা গিয়েছে, সবুজ বাজি বিক্রি ও মজুত করার জন্য রাজ্যের জেলাশাসকরাই লাইসেন্স দিতে পারবে। পেট্রোলিয়াম অ্যান্ড এক্সক্লুসিভ সেফটি অর্গানাইজেশন (পেসো) ও নীরির ছাড়পত্র পেয়েছে এমন সবুজ বাজি বিক্রির জন্য লাইসেন্স দেওয়া হবে বলে জানা গিয়েছে। গোটা রাজ্যে প্রায় দশ হাজার লাইসেন্স দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। রাজ্যের দমকল দফতরের তরফে এই মর্মে সব জেলাকে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী পরিবেশবান্ধব বাজির বাক্স ও গায়ে লোগো ও কিউআর কোড থাকতে হবে।
উল্লেখ্য কলকাতা হাইকোর্টের তরফে পরিবেশবান্ধব সবুজ বাজির ব্যবহার নিয়ে নির্দেশ দিয়েছে। দীপাবলিতে যাতে পরিবেশ বান্ধব সবুজ বাজি বিক্রি ও ব্যবহার হয় সেই বিষয়ে রাজ্য পুলিশের সঙ্গে দুই কেন্দ্রীয় প্রতিষ্ঠানও নজরদারি চালাবে বলে গত সপ্তাহে নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানায়, কলকাতার বাজি বাজারে যাতে শুধু পরিবেশ বান্ধব সবুজ বাজি বিক্রি হয়, তা নিশ্চিত করতে হবে পুলিশকে। পাশাপাশি আদালতের নির্দেশ কার্যকর করা হল কি না, হাইকোর্টকে সেই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে পুলিশ কমিশনারের তরফে। হাইকোর্টের নির্দেশ, রাজ্যের পুলিশের পাশাপাশি ন্যাশানাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এবং পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অরগানাইজেশন-কেও রাজ্যের বাজি বাজারে নজরদারি চালাতে হবে।