মনিরুজ্জামান, দেগঙ্গা, আপনজন: বুধবার বিকালে উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা এলাকার দেগঙ্গা-২ ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল দেগঙ্গা বাজারস্থিত পুষ্প ভবনে। এই বিজয়া সম্মিলনীতে ঐক্যের বার্তা, সম্প্রীতির বার্তা, উন্নয়নের বার্তা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কর্মযজ্ঞ মানুষের কাছে তুলে ধরার বার্তা দেওয়া হয়। এই দলীয় ব্লক এলাকার ৪টি গ্রাম পঞ্চায়েত এলাকার অনেক প্রবীণ নেতৃত্বকে সংবর্ধিত করা হয়। সংবর্ধিত হয়ে তাঁরা আপ্লুত। দলীয় কর্মীদের বরণ করে নিতে এই বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, দেগঙ্গা -২ ব্লক সভাপতি অরূপ বিশ্বাস,জেলা পরিষদ সদস্যা ঊষা দাস,খাদ্য কর্মাধ্যক্ষ আব্দুল ওদুদ, সজল ঘোষ, আব্দুর রাজ্জাক,দেবতোষ ঘোষ,শেখর সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা। একেএম ফারহাদ বলেন, এই বাংলা সম্প্রীতির বাংলা, সর্বধর্ম সমন্বয়ের বাংলা। ঈদ, দুর্গাপুজো, আলোর উৎসব দীপাবলি,কার্নিভালে আমরা সবাই একত্রিত হই। উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের জনপ্রতিনিধিদের কাজ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা সবসময়ই মানুষের পাশে থাকি।মফিদুল হক সাহাজি বলেন,দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজয়া সম্মিলনীতে তাঁদেরকে সম্মানিত করতে বলেছেন, যাঁদের জন্য বুথগুলো আজ সংগঠিত হয়েছে,দলের সংগঠন হয়েছে। আজ সেইসব নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হল দলের পক্ষ থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct