আপনজন ডেস্ক: সৌদি আরব সরকারের সমালোচনা করে টুইট করার অভিযোগে সৌদি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার দ্য গার্ডিয়ান জানায়, গত বছর দেশটিতে ফেরার সময় বিমানবন্দরেই তাকে আটক করা হয়েছিল। চলতি মাসের ৩ তারিখে তাকে এ সাজা দেয় সৌদি কর্তৃপক্ষ। এদিকে কারাবন্দী আমেরিকান নাগরিকের বিষয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবারের ওই আলোচনার ফলে দুই ঘনিষ্ঠ মিত্রের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। মার্কিন নাগরিক সাদ ইব্রাহিম আলমাদির আটকের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তারা বলছে, যুক্তরাষ্ট্র ওই ব্যক্তির বিষয়টি সৌদি কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেছে। আলমাদির ছেলে ইব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তার বাবা টুইটারে সৌদি সরকারের সমালোচনা করে টুইট করেছেন। এ জন্য তাকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, এ নিয়ে সৌদি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলেছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct