আপনজন ডেস্ক: ইউক্রেনে রুশ সেনাবাহিনীর কমান্ডার স্বীকার করেছেন, খেরসনে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে এবং স্থানীয় বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে জেনারেল সের্গেই সুরুভিকিন জানান, ইউক্রেনের সেনাদের নিক্ষেপ করা হিমার্স রকেট শহরের অবকাঠামো ও বাড়িঘরে আঘাত করছে। খেরসনের বাসিন্দাদের নিরাপদে শহর ছেড়ে যাওয়ার ব্যাপারে সব রকম সহায়তা করবে রাশিয়ার সেনা সদস্যরা। বিশেষ সামরিক অভিযানের পুরো এলাকাজুড়েই উত্তেজনা রয়েছে। তার এই বক্তব্য ইউক্রেনে হামলা চালানো রাশিয়ার সেনাদের সংকটে থাকার বিরল এক স্বীকারোক্তি। এরআগে স্থানীয় শীর্ষ একজন কর্মকর্তাও এ ধরনের মন্তব্য করেছিলেন। রুশ সমর্থিত আঞ্চলিক কর্মকর্তা কিরিল স্তেরেমোসভ এরআগে খেরসনের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছিলেন। কিরিল স্তেরেমোসভ টেলিগ্রামে পোস্ট করেছিলেন, ‘আমার কথা গুরুত্ব দিয়ে শুনুন, আমি পরামর্শ দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব শহর ছেড়ে চলে যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct