আব্দুল জাব্বার খান, আপনজন: শিক্ষা-স্বাস্থ্য সহ সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নাম উঠল দানবীর ওয়েলফেয়ার ট্রাস্টের। হাওড়া শ্যামপুর থানার অন্তর্গত বাড়গড়চুমুক গ্রামে অবস্থিত দানবীর ওয়েলফেয়ার ট্রাস্ট শিক্ষার বিকাশের জন্য স্কুল, দুস্থ সাধারণ মানুষের জন্য এক দাতব্য চিকিৎসালয় চালিয়ে আসছে বেশ কয়েক বছর ধরে। ২০১৫ সালে দানবীর ওয়েলফেয়ার ট্রাস্টের যাত্রা শুরু। এর প্রতিষ্ঠাতা সেখ সইদুল ইসলাম। তিনি অপরিচিত এক হিন্দুর প্রান বাঁচাতে নিজের একটি কিডনি দান করে দানবীর শিরোপা পেয়েছিলেন। সেই সেবায় ব্রত নিয়ে ২০১৫ সালে অল্প কিছু ছাত্র নিয়ে শুরু করেন দানবীর অ্যাকাডেমি। বর্তমানে আবাসিক এই স্কুলে ৩০জন পড়ুয়া রয়েছে। দানবীর সেখ সইদুল ইসলাম সমাজ সেবার উদ্দেশ্যে নিজের বাসভবন সহ সম্পত্তি দানবীর ওয়েলফেয়ার ট্রাস্টকে দান করেন। তার উপর প্রতিষ্ঠিত রয়েছে দানবীর অ্যাকাডেমি ও দানবীর হেল্থ কেয়ার। প্রতি সপ্তাহে এখানে চক্ষু পরীক্ষা সহ স্বাস্থ্য শিবির হয় এলাকার দরিদ্র সাধারণ মানুষের জন্য। প্রতিষ্ঠানের সম্পাদক সেখ জোবায়ের হোসেন (শিমুল) জানান, দীর্ঘ সাত বছর ধরে দানবীর ওয়েলফেয়ার ট্রাস্ট গরিব অসহায় মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছে। সমাজসেবার দৃষ্টান্ত মূলক এই কাজের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নাম উঠল দানবীর ওয়েলফেয়ার ট্রাস্টের। উল্লেখ্য, গত আগস্টে এই সমাজিক অবদানের জন্য সর্বভারতীয় সংস্থা অ্যাসেসিয়েশন অফ মুসলিম প্রফেশনাল (এএমপি) জাতীয় সম্মানে ভূষিত করে দানবীর ওয়েলফেয়ার ট্রাস্টকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct