আপনজন ডেস্ক: সৌরভ গাঙ্গুলির যুগ শেষে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে শুরু হল রজার বিনি অধ্যায়। সিদ্ধান্তটা অবশ্য আগেই নেওয়া ছিল। আনুষ্ঠানিকতাটুকুই শুধু বাকি ছিল। আজ হয়ে গেল তা–ও। সর্বসম্মতিক্রমে বিসিসিঅাইয়ের ৩৬তম সভাপতি নির্বাচিত হলেন বিনি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয় শাহ, কোষাধ্যক্ষ আশিষ শেহলার, সহসভাপতি রাজিব শুক্লা এবং সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেভাজিত সাইকিয়া। আগের বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমালকে দেওয়া হয়েছে আইপিএল সভাপতির দায়িত্ব। সৌরভের সভাপতি পদে বহাল না থাকাটা নিশ্চিত হয়েছিল আরও আগেই। আরেক মেয়াদে সভাপতি হওয়ার লক্ষ্যে মনোনয়নও জমা দেননি ভারতের সাবেক এই অধিনায়ক। শুরুতে অবশ্য সভাপতি হওয়ার দৌড়ে জয় শাহর নামই বেশি শোনা যাচ্ছিল। পরে জানা গেছে, কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি বিনিই হচ্ছেন ভারতীয় ক্রিকেটের নতুন অধিকর্তা। বিসিসিআইয়ের আজকের সাধারণ সভায় তাই আজ আর নতুন কোনো চমকের দেখা মেলেনি। আগে থেকে তৈরি করে রাখা চিত্রনাট্য অনুযায়ী সবকিছু ঘটেছে। ভারতের হয়ে ২৭ টেস্ট ও ৭২টি ওয়ানডে খেলেছেন সাবেক অলরাউন্ডার বিনি। ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন। বিনি ছিলেন সেই বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি বোলারও।
বিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন সদ্য সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। ভারতের সংবাদ সংস্থা এএনআইকে সৌরভ বলেছেন, ‘আমি রজারকে (বিনি) শুভকামনা জানাচ্ছি। নতুন দায়িত্বপ্রাপ্ত দল সংস্থাকে সামনের দিকে এগিয়ে নেবে। বিসিসিআইয়ের দায়িত্ব দারুণ কিছু মানুষের হাতে আছে।’বিনিকে শুভকামনা জানিয়েছেন যুবরাজ সিং, মোহাম্মদ আজহার উদ্দিনের মতো সাবেক ক্রিকেটাররাও। টুইটারে যুবরাজ লিখেছেন, ‘বিসিসিআইয়ের নতুন সভাপতি হওয়ায় জনাব রজার বিনির প্রতি আমার শুভকামনা রইল। আমি নিশ্চিত আপনার অভিজ্ঞতা থেকে বিসিসিআই দারুণভাবে উপকৃত হবে।’এ সময় বিদায়ী সভাপতি সৌরভকেও অভিনন্দন জানান যুবরাজ, ‘বিসিসিআইয়ের সভাপতি হিসেবে নিজের মেয়াদ পূর্ণ করায় দাদা সৌরভ গাঙ্গুলীকে অভিনন্দন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct