সুব্রত রায়, কলকাতা, আপনজন: শহর - শহরতলীতে ভোররাতে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। ভোররাতে তাই পুলিশি নজরদারি জোরদার করা সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক বিভাগ। জাতীয় সড়কসহ রাজ্য সড়ক এবং বড় রাস্তা গুলিতে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানো হচ্ছে। ভোর রাতে দুর্ঘটনা এড়াতে ট্রাক ও লরিচালকদের গতিবিধির ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয় কোন ঘটনা ঘটলে তৎক্ষণাৎ পুলিশ যাতে আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করতে পারে তার জন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ অনেক সময় দেখা যায় ভোররাতে দুর্ঘটনা ঘটার পর আহত হলে আহতরা বিনা চিকিৎসায় দীর্ঘক্ষণ রাস্তার ওপর পড়ে থাকে। সময় মত তাদের হাসপাতালে স্থানান্তরিত না করায় অতিরিক্ত রক্তক্ষরণ বা সুচিকিৎসা না পাওয়ায় মৃত্যু ঘটে । তাই এই ধরনের ঘটনা রোদে এবার তৎপর হচ্ছে ট্রাফিক বিভাগ। এদিকে মঙ্গলবার ভোরবেলা ১১৭ নম্বর জাতীয় সড়ক ডায়মন্ড হারবার রোড ক্রসিং - এ একটি লরি অপর একটি বাইকে থাকা দুজনকে ধাক্কা মারলে বাইক আরোহীরা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। মোটরসাইকেলটি লরির নিচে বাঁ দিকের চাকায় আটকে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায়। পরে দুজনের অবস্থার অবনতি হলে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ওই লরিটি আটক করেছে। উত্তর কদর্শীদের বয়ান অনুযায়ী বেগতিকভাবে মোটরসাইকেল চালাতে গিয়েই ওই দুর্ঘটনা ঘটে। এই ধরনের দুর্ঘটনা ভোররাতে রুখতে তাই ট্রাফিক বিভাগের নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ব্যস্ত সময়ের পাশাপাশি এখন থেকে ভোরবেলাতেও ট্রাফিক বিভাগের টহলদারী ও নজরদারি জোরদার হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct