শুক্রবার নানুরে ব্লক ভিত্তিক কর্মীসভা করেন অনুব্রত মন্ডল। সেখানে তিনি, নানুরে ব্লক ভিত্তিক কর্মী সন্মেলনে দাসকল গ্রাম কড়েয়া ১ নং পঞ্চায়েতের অঞ্চল সভাপতি কচি সেখ কে জিঙ্গাসা করেন এক চেটিয়া ভোট হবে না ? উত্তরে কচি বলেন পাটনীল, সাদিনগর, খাদিপুর এলাকায় টোয়েন্টি পারসেন্ট সিপি(আই)এম আছে। উত্তরে অনুব্রত বলেন গ্রামে যে কজন সিপিএম আছেন যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে ভালোবাসা দিয়ে, চোখ বুজিয়ে দিয়ে বোঝা। চেষ্টা কর যাতে বুঝিয়ে সুঝিয়ে সমস্যার সমাধান করা যায়। এখানে চোখ বুজিয়ে দেওয়ার কথা নিয়ে বির্তক শুরু হয়েছে বীরভূমের রাজনীতিতে। চোখ বুজিয়ে দেবার অর্থকি তা আর ব্যাখা করেন নি অনুব্রত।
তৃনমূলের অসিত মাল জেলা সভাপতি অনুব্রতর সঙ্গে বোলপুর, লাভপুর, নানুর, মঙ্গলকোট এলাকায় জোড়ালো প্রচারে ব্যাস্ত। সেই তুলনায় বিরোধিরা এখনও প্রার্থী তালিকা প্রকাশ করে নি। নির্বাচনের দিনক্ষন ঘোষনা করার পর শাষকদল তৃনমুল প্রচারে অনেকটাই এগিয়ে। পিছিয়ে রয়েছে কংগ্রেস, সিপিএম, বিজেপি।