সুব্রত রায়, কলকাতা, আপনজন: ফের খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তপশিয়ার জুতোর কারখানায় আগুন। এখনো পর্যন্ত জুতো কারখানার ভেতরে কেউ আছে কিনা সে বিষয়ে কোন রকম খবর পাওয়া যায়নি ।তবে কেউ আটকে থাকার সম্ভাবনা খুবই কম। ঘটনাস্থলে ইতিমধ্যেই পাঁচটি ইঞ্জিন পৌঁছে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে।জুতোর কারখানা যেহেতু তাই সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনো জানা যায়নি। ঘটনা স্থলে স্থানীয় কাউন্সিলর এবং রয়েছে দমকলের ছটি ইঞ্জিন। দুপুর ১২:৩০ নাগাদ আগুন লাগে ওই জুতোর কারখানায়। স্থানীয় মানুষজন প্রথম আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে আসে আগুন নেভানোর কাজে তারা হাত লাগায়। কিন্তু ক্রমাগত আগুন ভয়ঙ্কর রূপ নিলে তখন দমকলে খবর দেওয়া হয় একে একে দমকলের ছটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। এদিকে দিন যে এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদেরও ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয়। জুতোর কারখানা দিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখছে দমকল বিভাগ।তপশিয়ার মতো ঘিঞ্জি এলাকায় একাধিক ছোট ছোট কারখানা আছে। ওই এলাকায় বেশকিছু জুতো তৈরীর কারখানা ও আছে। সরু সরু অলিগলি তে থাকা কারখানা গুলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকল বিভাগের সেখানে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ওই জুতো কারখানায় অসতর্কতার জেরে দ্রুত তৈরি সময় আগুন লেগে যায়। তবে দিনের বেলা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct