আপনজন ডেস্ক: ব্রিটেনের ম্যানচেস্টারে অবস্থিত চীনা কনস্যুলেটের ভেতরে হংকংয়ের স্বাধীনতাপন্থীরর এক বিক্ষোভকারীকে টেনে নিয়ে মারধর করা হয়েছে।বিবিসি জানিয়েছে, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি কনস্যুলেটের ভেতর থেকে এসে একজন ব্যক্তিতে জোর করে ভেতরে নিয়ে যায়। পরে পুলিশ ও অন্য বিক্ষোভকারীদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। মারধরের শিকার ওই বিক্ষোভকারী বলেছেন, ‘তারা আমাকে ভেতরে নিয়ে যায়, মারধর করে। যুক্তরাজ্য সরকার এ ঘটনাকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেছে। অন্যদিকে চীনা কনস্যুলেট জানিয়েছে, বিক্ষোভকারীরা চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি বিকৃত ছবি প্রদর্শন করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct