আপনজন ডেস্ক: কাতার বিশ্বকাপই হতে যাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। কয়েক দিন আগেই এ খবর দিয়েছেন তিনি নিজেই। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ বলেই আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে জমেছে উন্মাদনা। মেসিও এই বিশ্বকাপ নিয়ে বেশ রোমাঞ্চিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাতার বিশ্বকাপের ফেভারিটদের নাম বলেছেন লিওনেল মেসি। তাঁর বিশ্বাস, এবার ভালো করবে ইংলিশরা। এ ছাড়াও ব্রাজিল, জার্মানি। ফ্রান্স ও স্পেন টুর্নামেন্টের বড় বাধার নাম হতে পারে মনে করেন মেসি। আরএমসিকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘ফেভারিট হিসেবে কাতার বিশ্বকাপ খেলবে ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন। আমি নিশ্চিত, আরো কয়েকটা দেশের নাম ভুলে গেছি। কিন্তু এবারের বিশ্বকাপে আমি ব্রাজিল ও ফ্রান্সকে বড় দাবিদার হিসেবে রাখব। ’আর্জেন্টিনাও আছে দুর্দান্ত ফর্মে। বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে এসব বড় দলগুলোকেই হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারে। তবে আর্জেন্টিনা দলে হানা দিয়েছে ইনজুরি। আনহেল ডি মারিয়া ও পাওলো দিবালার চোট নিয়ে চিন্তিত মেসি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct