সুব্রত রায়, কলকাতা, আপনজন: সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের গৌরব। মাঠে যেমন দক্ষতার সঙ্গে খেলেছে সৌরভ, তেমনি প্রশাসনও চালিয়েছে দক্ষ ভাবে । কিন্তু তাকে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন সৌরভের প্রসঙ্গ টেনে বলেন ,আদালতের নির্দেশে তিন বছরের জন্য সৌরভ গাঙ্গুলীকে এবং অমিত শাহ' র ছেলে জয় শা কে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সৌরভ গাঙ্গুলী সরে গেল, অথচ জয় শা রয়ে গেল। কেন যদিও মুখ্যমন্ত্রী বলেন, তিনি বিজেপির মত গালমন্দ করেন না। জয় শা থেকে গেলে তার কিছু যায় আসে না। তিনি আরও বলেন, 'ও ছোট ছেলে। ভালো কাজ করলে সমর্থন করব ,মন্দ করলে ধরবো।' তবে যেভাবে সৌরভ গাঙ্গুলিকে বিসিসিআই থেকে সরানো হলো, তাতে তিনি খুব দুঃখ পেয়েছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ জানান, যেন আইসিসিআই তে নির্বাচনে সৌরভকে লড়াই করার সুযোগ দেওয়া হয়। কারণ গোটা দেশে যে দু - তিনজন আছেন, তার মধ্যে সৌরভ অন্যতম। এর আগে জগমোহন ডালমিয়া বিসিসিআই থেকে আইসিসিআই তে গিয়েছিলেন এবং শরদ পাওয়ারও ওই পদে ছিলেন। অতএব এবার সারা বিশ্বের এবং গোটা দেশের পরিচিত মুখ সৌরভ গাঙ্গুলীকে আইসিসিআই বোর্ডে চেয়ারম্যান পদে যাওয়ার সুযোগ দেওয়া হোক। এই বিষয়টিকে মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে না দেখে খেলার স্বার্থে এবং ক্রিকেটে স্বার্থে দেখা উচিত বলে কেন্দ্রের কাছে বার্তা দেন। সৌরভ গাঙ্গুলীর মত জনপ্রিয় ব্যক্তির প্রতি যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক বলে, মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে দাবি তোলেন, আইসিসিআই বোর্ডে নির্বাচনে লড়াই করার সুযোগ সৌরভ গাঙ্গুলিকে করে দিন প্রধানমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct