আপনজন ডেস্ক: রাশিয়া অধিকৃত দোনেৎস্ক অঞ্চল আবারও নিজেদের দখলে নেওয়ার জন্য তীব্র লড়াই চালাচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, পূর্ব ইউক্রেনের দোনেৎস্কের দুটি শহর বাখমুত ও সোলেদারকে ঘিরে উভয়পক্ষের সৈন্যদের সংঘর্ষ চলছে। অক্টোবরের শুরুতে দনবাসের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের পাশাপাশি খারসন এবং জাপোরিঝিয়াকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তির ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া প্রেসিডেন্টের এই ঘোষণার পর থেকেই লুহানস্ক-দোনেৎস্কে যুদ্ধ তীব্র হয়েছে। নিজেদের হারানো অঞ্চল পুনরুদ্ধারে রুশ বাহিনীর ওপর হামলা জোরদার করেছে ইউক্রেন। দনবাসের হটস্পটগুলো সোলেদার এবং বাখমুত। যেখানে ব্যাপক লড়াই চলছে। এ ব্যাপারে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল জানিয়েছেন, রবিবার খারকিভ, দোনেৎস্ক এবং খারসনের একাধিক শহরে ইউক্রেনের অবস্থানগুলোতে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক ওলেহ ঝদানভ বলেন, ২৪ ঘণ্টায় তোরেস্ক এবং স্প্রিন শহরে রুশ সেনাবাহিনীর অগ্রগতি থামিয়ে দিয়েছে কিয়েভ। তোরেস্ক এবং স্প্রিন শহর দিয়ে অগ্রসরের চেষ্টা চালাচ্ছে দখলদাররা। সেখানে আমাদের সেনাদের শক্তি বাড়ানো হয়েছে। শত্রুদের প্রতিহত করছে আমাদের সাহসী যোদ্ধারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct