আপনজন ডেস্ক: সৌদি আরবকে কঠোর পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।গত সপ্তাহে ওপিইসি তেল রেকর্ড পরিমাণ কম উৎপাদনের কথা ঘোষণা করেছে। করোনা ভাইরাস মহামারি শুরুর পর তেল উৎপাদনে সবচেয়ে বড় ধরনের হ্রাসের ঘোষণায় সৌদি আরবের ওপর চটেছেন বাইডেন। সারা বিশ্বজুড়ে পেট্রোলিয়াম সরবরাহ কমানোর ব্যাপারে তেল উৎপাদনকারী জোটের ক্ষমতাধর দেশ সৌদি আরবের সিদ্ধান্তকে ক্যাপিটল হিলের জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতারা নিন্দা করেছেন। তেলের উচ্চ মূল্যকে ইউক্রেন যুদ্ধে অর্থায়নে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার উপকার করা হচ্ছে বলে মনে করছে ওয়াশিংটন।এক সাক্ষাৎকারে জো বাইডেন বলেন, ' রাশিয়ার সঙ্গে মিলে সৌদি আরব যা করেছে, তার কিছু পরিণতি হতে চলেছে। আমি কী বিবেচনা করব এবং আমার মনে কী আছে, সেটা আমি বলতে চাই না। তবে তাদের জন্য থাকবে কঠোর পরিণতি।' জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের পরে কংগ্রেস যখন অধিবেশনে ফিরে আসবে, তখন সৌদি আরবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আমেরিকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct