নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: বিগত কয়েক দশকের মধ্যে দেশের বেকারত্বের হার যখন সবচেয়ে বেশি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, তখনই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অভিযানের সূচনা করল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। “দেশ জুড়ে তোলপাড়, বেহাল দশা জীবিকার” এই শিরোনামে আগামী ১৫ই অক্টোবর’২২ থেকে ৩০শে অক্টোবর’২২ পর্যন্ত সারা দেশব্যাপী নানান রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া যে প্রচারাভযানের ডাক দিয়েছে তারই অংশ হিসেবে মালদা শহরে বিক্ষোভ মিছিল ও সানাউল্লাহ মঞ্চে উদ্বোধনী সভার আয়োজন করা হয়। পার্টির পক্ষ থেকে উল্লেখ করা হয় যে, দেশ যখন স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’ পালনে মগ্ন তখন ‘সুদিনের’ স্বপ্নে বিভোর দেশবাসীর জীবনে আশঙ্কার কালো মেঘ দানা বাঁধছে।
পরিসংখ্যান অনুযায়ী আজ দেশের ২০ কোটিরও বেশি মানুষ দারিদ্রসীমার নীচে বসবাস করছে, দেশের ২৩ কোটিরও বেশি মানুষের মাথাপিছু আয় দৈনিক ৩৭৫ টাকারও কম। অন্যদিকে, আন্তর্জাতিক ক্ষুধা সূচকে ১১৬টি দেশের মধ্যে ১০৭তম স্থানে ভারতের লজ্জাজনক অবস্থান দেশের অভুক্ত মানুষের উদ্বেগজনক অবস্থাকে দারুণ ভাবে প্রতিফলিত করছে। উপরন্তু, দ্রব্যমূল্য ক্রমবর্ধমান বৃদ্ধির হার আজ দেশের লক্ষ লক্ষ পরিবারকে খাদ্যপণ্যের উপর খরচ কমাতে বাধ্য করছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য খরিদ করতে তাদের জমানো টাকা ভাঙাতে বাধ্য করছে।অর্থনীতিবিদগন সতর্ক করে বলছেন যে, লাগাতার এই হারে দ্রব্যমূল্য বৃদ্ধি হতে থাকলে আগামীতে একেকটি পরিবারের মোট জমানো অর্থকেও নিঃশেষ করে দিতে পারে, যা আগামীতে অর্থনৈতিক পুনরুত্থানের পথকেই অবরুদ্ধ করবে। এমন পরিস্থিতিও আসতে পারে যে, একটি পরিবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির জন্য নূন্যতম খরচ করার ক্ষমতা হারাবে এবং সেই পরিবারের সদস্যগণ অপুষ্টি ও অনাহারে মৃত্যুমুখে ঢলে পড়বে। সেই সাথে বর্তমানে দেশে বেকারত্বের হার ৭.৬ শতাংশ । দেশের শহর ও গ্রামীণ উভয় এলাকায় বেকারত্বের হার আজ চরম সীমায় গিয়ে পৌঁছেছে। অর্থনৈতিক মন্দার কারণে দেশের যুবরা আজ প্রতারিত, হতাশ, ক্ষুদ্ধ ও ক্রুদ্ধ। দেশের এমন এক সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করে পার্টির সর্ব ভারতীয় সভাপাতি ড:এস কিউ আর ইলিয়াস মন্তব্য করেন,” সাম্প্রতিক সমস্ত পরিসংখ্যান স্পষ্টতই প্রধানমন্ত্রীর গালভরা প্রতিশ্রুতিগুলিকে আজ মিথ্যা প্রমাণিত করেছে। মোদীজি বলেছিলেন, ২০২২-এর মধ্যে ভারত ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে রূপান্তরিত হবে ও প্রতিবছর দেশে ২ কোটি কর্মসংস্থান হবে। তিনি আরও বলেছিলেন যে, ২০২২ এ দেশের কৃষকদের আয় দ্বিগুন হয়ে যাবে। কিন্তু সরকারের ভুল অর্থনৈতিক সিদ্ধান্ত দেশকে বেসরকারীকরনের দিকে নিয়ে গেছে, পরগাছা পুঁজিবাদ বৃদ্ধি পেয়েছে, আমেরিকার ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার রেকর্ড পতনের পর এখন এক ডলার এর মূল্য দাঁড়িয়েছে ভারতীয় মুদ্রায় ৮২ টাকা। দেশে যখন এমন এক অর্থনৈতিক অবনমন চলছে, তখন দেশেরই কিছু মুষ্টিমেয় ব্যবসায়িক ব্যক্তিবর্গ সরকারের বদান্যতায় তাদের সম্পত্তি নয়/দশ গুন বাড়িয়ে এই খারাপ সময়কে কাজে লাগিয়ে বিশ্বের শীর্ষ পুঁজিপতিদের তালিকায় নাম তুলে ফেলেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct