আপনজন ডেস্ক: এবার মারণরোগ ক্যানসার চিকিৎসায় বাজারে আসতে চলেছে ভ্যাকসিন। ২০৩০ সালের মধ্যে এসব ভ্যাকসিন বাজারে পাওয়া যেতে পারে। করোনার ভ্যাকসিন তৈরিতে সফলতা দেখানো বায়োটেকের সহ প্রতিষ্ঠাতা দুই স্বামী ও স্ত্রী এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে উগুর শাহিন ও ওজলেম তুরেসি জানান, গবেষণায় বড় ধরনের সাফল্য এসেছে। তাই আশা করা যাচ্ছে সামনের বছরগুলোতে ক্যানসারের জন্য ভ্যাকসিন আসছে। জার্মানভিত্তিক কোম্পানি বায়োনটেক ফাইজারের সঙ্গে অংশিদারত্বে এমআরএনএ করোনা ভ্যাকসিন তৈরি করেছে। অধ্যাপক তুরেসি জানিয়েছেন, কীভাবে বায়োনটেকের কোভিড ভ্যাকসিনের কেন্দ্রস্থলে এমআরএনএ প্রযুক্তি পুনরায় ব্যবহার করা যেতে পারে। যাতে এটি করোনাভাইরাসের পরিবর্তে ক্যানসার কোষগুলোতে আক্রমণ করার জন্য প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দেয়। অধ্যাপক শাহিন এ ব্যাপারে জানিয়েছেন, এমআএনএ প্রযুক্তিভিত্তিক ক্যানসার ভ্যাকসিন ২০৩০ সালের আগেই সম্ভবত ব্যবহার উপযোগী করা যাবে। অন্যদিকে, তুরেসি বলেন, 'মহামারি শুরু হওয়ার আগে বায়োনটেক এমআরএনএ ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে কাজ করা শুরু করে। কিন্তু বিশ্বব্যাপী জরুরি অবস্থার মুখে কোভিড ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। ক্যানসারের ভ্যাকসিন ক্লিনিকাল ট্রায়ালে রয়েছে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct