সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: কোন রাজনৈতিক সংঘর্ষ বা পথ দুর্ঘটনা নয় বাঁদরের বাদরামিতে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষরা এই ঘটনায় আহত হয়েছেন তিনজন । এই ছবি বিষ্ণুপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের । স্থানীয় বাসিন্দাদের দাবি , দীর্ঘ দিন ধরে বাঁদরের উপদ্রবে রীতিমতো রাতের ঘুম ছুটেছে তাদের । বাড়ির বাইরে বেরোলে অতর্কিতে আক্রমণ করছে বাদর । এই ঘটনাকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে পড়েছেন এলাকার সাধারণ মানুষরা । বাঁদরের আক্রমণে এখনো পর্যন্ত তিনজন আহত হয়েছেন যার মধ্যে একজন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । রীতিমতো রাতের অন্ধকারে এক প্রকার গৃহবন্দী হয়ে থাকতে হচ্ছে এলাকার সাধারণ মানুষদের। যদিও স্থানীয় বনদপ্তর অত্যন্ত সতর্ক রয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন , রাত্রে বেলা বাড়ির বাইরে বের হতে ভয় করছে আমাদের । ছেলে মেয়েদের স্কুল যেতেও ভয় করছে। এ বিষয়ে বিষ্ণুপুর রেঞ্জ অফিসার তপব্রত রায় জানান , যারা আহত হয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা হবে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct