মনিরুজ্জামান, নিউটাউন, আপনজন: সামাজিক অনুষ্ঠানের আগে সবার কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য অন্যান্য বছরের মতো এবারও শোভাযাত্রা করে মানুষকে সচেতন করল রাজারহাট থানা। বিধাননগর পুলিশ কমিশনারেটের রাজারহাট থানা কমিটির উদ্যোগে রবিবার আসন্ন আলোর উৎসব দীপাবলি উপলক্ষে এক অত্যন্ত সুসজ্জিত ট্যাবলো সহযোগে জনপ্রতিনিধি,পুলিশ, প্রশাসনের আধিকারিক এবং কর্মীদের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যান্ড পার্টি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজারহাটের বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে। বহুতল থেকে ফানুস/রকেট ব্যবহার না করার প্ল্যাকার্ড যেমন ছিল তেমনই শুধু সবুজ শব্দবাজি ব্যবহার করার প্ল্যাকার্ডও ছিল। ছিল ডেঙ্গু সতর্কতা পরামর্শ সম্বলিত ফ্লেক্স। সবুজ শব্দবাজি, ডেঙ্গু বিষয়ক সচেতনতা মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর বলে জানান উপস্থিত আধিকারিকবৃন্দ। উপস্থিত ছিলেন এসিপি বিধাননগর সম্প্রীতি চক্রবর্তী,উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,রাজারহাটের বিডিও ঋষিকা দাস ,রাজারহাট থানার আই সি সেখ জামাল হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর সাবির আব্বাস, সপ্তগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত দাস প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct