আপনজন ডেস্ক: করোনা ভাইরাস মহামারির মাঝ পর্যায়ে ইউরোপে জন্মহার ১৪ শতাংশ কমেছে বলে হিউম্যান প্রডাকশন জার্নালে প্রকাশিত এক গবেষণার ফলাফলে জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোতে ২০২১ সালের জানুয়ারিতে ২০২০ সালের তুলনায় জন্মহার অনেক কমেছে।করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ৯ থেকে ১০ মাসের দীর্ঘ লকডাউন পেরিয়ে ২০২১ সালের জানুয়ারি মাস এসেছিল। ওই গবেষণার ফলাফলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইউরোপের যেসব দেশে স্বাস্থ্যব্যবস্থা সংকটাপন্ন ছিল, সেসব দেশে জন্মহারের এই পতন আরো বেশি। ২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে চীনে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর তা ইউরোপের দেশগুলোতেও ছড়িয়ে পড়ে। সংক্রমণ ঠেকাতে ২০২০ সালে ৯ থেকে ১০ মাস দীর্ঘ লকডাউনে যায় ইউরোপের বিভিন্ন দেশ। ২০২১ সালের জানুয়ারিতে দেখা যায়, লিথুয়ানিয়া ও রোমানিয়ায় জন্মহার কমেছে ২৮ ও ২৩ শতাংশ। সুইডেনে জন্মহার স্বাভাবিক ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct