নিজস্ব প্রতিবেদক, নয়াদিল্লি, আপনজন: প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এবং শশী থারুর কংগ্রেস সভাপতির পদে লড়ছেন। তার জন্য আজ সোমবার হবে নির্বাচন। এর ফলে প্রায় ২৪ বছরেরও বেশি সময় ধরে কংগ্রেসের সভাপতি পদে বসতে চলেছেন একজন অ-গান্ধী নেতা। বিভিন্ন রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটির ৯,০০০ এরও বেশি প্রতিনিধি একটি গোপন ব্যালটে দলীয় প্রধানকে বেছে নেওয়ার জন্য ভোট দেবেন। নয়াদিল্লিতে এআইসিসি সদর দফতরে ও সারা দেশে ৬৫ টিরও বেশি ভোটকেন্দ্রে একটি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে যা দলের ১৩৭ বছরের ইতিহাসে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। দলের প্রধান সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এআইসিসি সদর দফতরে ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। রাহুল গান্ধী কর্নাটকের বল্লারির সাঙ্গানাকাল্লুতে ভারত জোড়ো যাত্রার ক্যাম্পসাইটে ভোট দেবেন এবং আরও প্রায় ৪০ জন প্রদেশ কংগ্রেস সদস্য বোট দেবেন যারা ভারত জোড়ো যাত্রায় শামিল রয়েছেন। শশী থারুর নিজেকে পরিবর্তনের প্রার্থী হিসাবে তুলে ধরলেও খাড়গের সঙ্গে গান্ধী পরিবারে বেশি ঘনিষ্ঠতা থাকায় তার পক্ষেই পাল্লা ভারী বলে কংগ্রেসের বৃহদাংশের ধারণা। সেই ধারণা যে অমূলক নয় তা পরিষ্কার শশী থারুরের মন্তব্যকে ঘিরে। থারুর বলেছেন, যদি খাড়গে সভাপতি পদের নির্বাচনে জয়ী হন, তার সঙ্গে কাজ করে যাব। কংগ্রেসের হযে কাজ করতে কোনও সমস্যা হবে না। তার ও খার্গের আদর্শের মধ্যে কোনও পার্থক্য নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct