সুব্রত রায়, কলকাতা, আপনজন: ফিল্মি কায়দায় দুই ব্যবসায়ীক অপহরণের অভিযোগ। অপহরণকারীদের দলে প্রাক্তন পুলিশকর্মীও! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সাঁইথিয়ায়। পুলিশের তৎপরতায় দুই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে এক প্রাক্তন পুলিশকর্মী-সহ পাঁচ জনকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে সাঁইথিয়া থানার পুলিশ। ধৃতদের রবিবার আদালতে তোলা হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল আটটা নাগাদ বছর পঞ্চাশের জীবনকৃষ্ণ গঁড়াই ও তাঁর এক সঙ্গী আনাই শেখ চিকিৎসককে দেখাতে যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া করেন। জীবনকৃষ্ণ গঁড়াই সাঁইথিয়ার চক মহেশপুর গ্রামের বাসিন্দা। আনাই শেখ লাভপুরের বাসিন্দা। শনিবার দুপুর ২টো ১৫ নাগাদ জীবনকৃষ্ণ গড়াইয়ের ছেলে অনুপ গড়াইয়ের মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। সেই ফোনে ২৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে দাবি অপহৃত ব্যবসায়ীর পরিবারের দাবি। এমনকি মুক্তিপণের সেই টাকা পাঠানোর জন্য অপহরণকারীরা দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেন। এরপর অনুপ গড়াই তাঁর বাবাকে অপহরণকারীদের হাত থেকে মুক্ত করার জন্য দু লাখ টাকা পাঠান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে।অন্যদিকে বিষয়টি জানানো হয় পুলিশকেও। সাঁইথিয়া থানার পুলিশ তদন্তে নেমে দুই ব্যবসায়ীকে উদ্ধার করেছে। পাশাপাশি অপহরণ কাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। সেই পাঁচজনের দলে একজন প্রাক্তন পুলিশ কর্মীও রয়েছেন বলে দাবি তদন্তকারীদের। অভিযুক্ত ওই পুলিশকর্মীর নাম আব্দুল হান্নান। তিনি বীরভূমে পোস্টিং ছিলেন বলে জানা গিয়েছে। ওই পুলিশকর্মীর পরিকল্পনায় এই অপহরণের ঘটনা বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত দুই ব্যক্তি জমি ব্যবসার সঙ্গে যুক্ত। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct