সম্প্রীতি মোল্লা, ভাতার, আপনজন: পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা বাজারে সমাজসেবী সেখ মজনু, ডক্টর আবীর গুহ এবং বাসুদেব ঘোষের উদ্যোগে শুভ বিজয়া ও নবী দিবস উপলক্ষ্যে রক্তদান শিবির ও বৃক্ষ প্রদান কর্মসূচির আয়োজন করা হয় । এক ফোঁটা রক্ত মানুষের জীবন বাঁচাতে যথেষ্ট । মানবদেহের অন্যান্য অংশসমূহ যান্ত্রিকভাবে পরিবর্তন করা সম্ভব হলেও রক্তের কোনরূপ পরিবর্তন ঘটানো সম্ভব করতে পারেনি বিজ্ঞানী সমাজ । তাই রক্তের যোগান একমাত্র মানবদেহের রক্ত দিয়ে পরিপূর্ণ করা সম্ভব । শেখ মজনুর পুত্রবধূর স্মৃতির স্মরণে নীরবতা পালন ও পুষ্পাঞ্জলি নিবেদনের পর রক্তদান কর্মসূচি শুরু হয় । গত দু'বছর করোনা পরিস্থিতি থাকায় বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠান রক্তদান শিবির করে উঠতে না পারলেও সমাজসেবী শেখ মজনু ব্যক্তিগত উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করে এসেছেন । এদিন প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেন । রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট । বিষ্ণ উষ্ণায়ন রোধে সচেতনতার উদ্দেশ্যে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে নারকেলের চারা গাছ তুলে দেওয়া হয় ।রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা শেখ মজনু জানান, -' পৃথিবীতে রক্তদানের তুলনায় বহুমূল্য অন্য কিছু দান হয় না । তাই ব্লাড ব্যাংকের রক্ত যোগানের উদ্দেশ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন করেছি । আমার পুত্রবধূর আকস্মিক মৃত্যুতে আমার সমগ্র পরিবার শোকাহত । তাঁর স্মৃতি রক্ষার্থে রক্তদানের পাশাপাশি সকলের হাতে একটি করে নারকেলের চারা গাছ তুলে দেওয়া হয়' ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct